প্রশ্ন : কারো ইনকাম যদি হালাল এবং হারাম মিক্স হয়, আর সে যদি আমাকে বিরাট অংকের টাকা গিফট করে তা নেয়া কি জায়েয হবে? টাকার পরিমাণ ১০/১৫ লাখ?

উত্তর :

তার অধিকাংশ ইনকাম হালাল হলে অথবা সে যেটা দিচ্ছে সেটা হালাল থেকে দিচ্ছে এমনটি বললে নেওয়া যাবে।-রদ্দুল মুহতার ৫/৯৮; মাজমাউল আনহুর ২/৫৪৮

সম্পূরক প্রশ্নঃ শুধু এতটুকু জানি হালাল এবং হারাম মিক্স। কিন্তু কি পরিমান হালাল বা কি পরিমান হারাম তা জানা নেই। এই অবস্থায় গিফট নেয়ার ক্ষেত্রে কি করব?

উত্তরঃ যে কোন ভাবে হালাল হারামের পরিমাণ জেনে উপরোক্ত মাসআলা অনুযায়ী আমল করতে হবে।

Loading