প্রশ্ন : আমি আমার অফিসের কাজের ফাকে অনেক সময় পাই। তখন বসে বসে ইউটিউবে বিভিন্ন রকম শিক্ষণীয় ভিডিও সহ অন্যান্য অনেক ভিডিও দেখি। অনেক বার চেষ্টা করেছি সময়কে দ্বীনের কাজে লাগাতে। কিন্তু মন কিতাব পড়তে চায় না। বেশ কিছুক্ষণ পড়লে অনীহা তৈরি হয়। তাই এই সময় ইসলামিক অন্য কোন কাজ করার জন্য কি করতে পারি জানালে আমার অমূল্য সময় আখেরাতের জন্য কাজে লাগবে এবং আপনিও সাওয়াব পাবেন। জানালে উপকৃত ও কৃতজ্ঞ থাকবো।

উত্তর :

আপনি বয়ান, তিলাওয়াত ইত্যাদি শুনতে পারেন। যিকির করতে পারেন। অথবা নির্ভরযোগ্য কোন ইসলামিক পত্রিকা পড়তে পারেন। মানসিক অবসাদ দূর করার জন্য হামদ-নাতও (গজল) শুনতে পারেন। কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করলে (অর্থাৎ ইসলাহী তাআল্লুক কায়েম করলে) নেক কাজে স্পৃহা বেড়ে যাবে ইংশাআল্লাহ। তবে খেয়াল রাখা চাই অফিসের দায়িত্বের যেন কোন ব্যাঘাত না ঘটে।
নিম্নোক্ত সাইটগুলো থেকে আপনি অনেক উপকৃত হতে পারেন-
১। http://darsemansoor.com
২। http://khanqah.net
৩। http://khanqahbd.com
৪। https://www.alkawsar.com

Loading