প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো: ১/নামাযের দুই সিজদাহ এর মাঝখানে এই দোয়া রাব্বিগ ফিরলী পড়া যাবে কিনা? বা কোনটা পড়া যায়? ২/নামাযের মাঝে সূরা ১/২ আয়াত পড়ে ভুলে গেলে আবার প্রথম থেকে শুরু করে নামায পড়লে নামায হবে? বা অন্য সূরা নিলে কেমন হবে? সাহু সিজদাহ কি দিতে হবে? ৩/সিজদাহ এর তাসবীহ ভুল হলে করণীয় কি? যেমন ভুলে রুকুর তাসবীহ সিজদায় পড়ে ফেললে? জাযাকাল্লাহু খায়রন ফিদ দারাইন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
(১) হ্যাঁ, এটা পড়া মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা পড়তেন।– সুনানে আবূ দাউদ, হাদীস নং ৮৫০; সুনানে নাসাঈ, হাদীস নং ১১৪৪।
(২) উভয় অবস্থায় নামায হয়ে যাবে। সিজদায়ে সাহু দিতে হবে না।- রদ্দুল মুহতার ১/৬২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৯।
(৩) এতে নামাযের কোন সমস্যা হবে না। সিজদায়ে সাহুও দিতে হবে না। – আদ্দুররুল মুখতার ১/৪৫৬; আল বাহরুর রায়েক ১/৫১৫।