প্রশ্ন : ১.তারাবীহর নামাযে হাফিজ সাহেবগন কিভাবে খতম সমাপ্ত করবেন? আমি ১৯ নম্বর রাকাআতে খতম সমাপ্ত করে ২০ নং রাকাতে প্রথম থেকে কিছু শুরু করি এটা কি সঠিক। দলীলসহ জনাবেন। ২. পাঞ্জেগানা মসজিদে আযান ও জামাআত কি বাধ্যতামূলক?

উত্তর :

হ্যাঁ, উক্ত পদ্ধতিই উত্তম। অর্থাৎ উনিশতম রাকাআতে কুরআন খতম করে বিশতম রাকাআতে الم থেকে الْمُفْلِحُونَ পর্যন্ত পড়বে। হাদীস শরীফে আছে-

قال رجل  يا رسول الله أي العمل أحب إلى الله ؟ قال  الحال المرتحل قال  و ما الحال المرتحل ؟ قال  الذي يضرب من أول القرآن إلى آخره كلما حل ارتحل

 

অর্থঃ এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ্‌ তাআলার নিকট কোন আমল অধিক পছন্দনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন কুরআন শরীফ শুরু থেকে পড়ে খতম করার পর আবার শুরু থেকে পাঠ আরম্ভ করা।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৯৪৮; মুসতাদরাকে হাকেম, হাদীস নং ২০৯০; সুনানে দারেমী, হাদীস নং ৩৪৭৬।

এ কারনেই ফিকহের প্রায় সকল কিতাবে উক্ত পদ্ধতিকে মুস্তাহাব ও উত্তম বলা হয়েছে।–রদ্দুল মুহতার ১/৫৪৭; মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৩৫২।

(২) যদি পাঞ্জেগানা মসজিদটি ওয়াকফকৃত হয় তবে উভয়টি জরুরী।–আদ্দুররুল মুখতার ১/৩৫৬; বাদায়েউস সানায়ে ১/৪৪৬।

Loading