প্রশ্ন : আসসালামু আলাইকুম আল কুরআনের ফজীলতপুর্ণ কিছু কিছু আয়াত/সূরা মুখস্থ আছে যা আমি নফল দুই রাকাআত নামাযে একসাথে পড়তে চাই। যেমন- সূরা বাকারার ১-২৯, ২৫৫-২৫৬, ২৮৪-২৮৬, সূরা আল ইমরানের- ১৯০-১৯৪, সূরা ইয়াছীন, সূরা মুলক ইত্যাদি দুই রাকাআত নফল নামাযে পড়া যাবে কি ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, পড়া যাবে না। নামাযে একই রাকাআতে বিভিন্ন জায়গা থেকে পড়া মাকরূহ।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৩৩১; ইলাউস সুনান ৪/১২২,১২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৮

Loading