প্রশ্ন : ১। যদি কেউ তার স্ত্রীকে রাগের মাথায় এ কথা বলে যে, তুমি যত বার আমার কাছে কল করবে ততবার তালাক হবে। এরপর স্ত্রীর সাথে নিয়মিত ফোনে কথা হয়। এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ২। যদি তালাক হয়ে যায় তাহলে এক্ষেত্রে করনীয় কি?

উত্তর :

১+২। হ্যাঁ, উক্ত কথা বলার পর যদি স্ত্রী তার স্বামীর নিকট কল করে তবে তার উপর তালাক পতিত হবে। যদি তিনি তিনবার কল করে থাকেন তবে তার উপর তিন তালাক পতিত হয়ে তিনি স্বামীর জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গিয়েছেন। শরয়ী হালালাহ ব্যতীত তাদের ঘর সংসার করা জায়েয নয়। শরয়ী হালালার সূরত হল, স্ত্রীর ইদ্দত পার হবার পর অন্য কোন পুরুষ তাকে বিবাহ করবে। এরপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক (মেলামেশা) হওয়ার পর সে স্বেচ্ছায় তাকে তালাক দিবে। অতঃপর তার ইদ্দত পার হবার পর প্রথম স্বামী চাইলে তার সাথে নতুনভাবে মোহর ধার্য করত দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
আর যদি স্ত্রী স্বামীর নিকট তিনের কম সংখ্যক বার কল করে থাকে তবে সংখ্যা উল্লেখ করে পুনরায় জানালে করনীয় বলে দিব ইংশাআল্লাহ।

Loading