প্রশ্ন : আসসালামু আলাইকুম, একজনে জন্মদিন পালন করতে চায়, আমি তাকে নিষেধ করলে সে বলে- জন্মদিনে কোন গান বাজনা ও হারাম কোন জিনিস থাকবে না। আর সওয়াবের আশায়ও করবো না যাতে বিদআত হবে। শুধু আত্মীয়তার সম্পর্ক মজবূত করার জন্য জন্মদিন উপলক্ষে খাওয়াবো। আমার প্রশ্ন হলো- এই দাওয়াত খাওয়া কি জায়েয হবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
শরীআত দিবস পালনকে অনুমোদন করে না। জন্মদিন পালন করা বিজাতিদের সংস্কৃতি। হাদীস শরীফে আছে “যে ব্যক্তি যে জাতির অনুসরন করে সে তাদের মধ্যে গণ্য হবে”।(সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩)
আর আত্মীতার সম্পর্ক মজবূত করার জন্য জন্মদিন উপলক্ষে খাওয়াতে হবে কেন? অন্য কোন দিন বা অন্য কোনভাবে কি খাওয়ানো যায় না? মোটকথা, এমন মজলিসে অংশগ্রহণ না করাই কাম্য।

Loading