প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি জানি যে, রোযার ঈদের ১ দিন+ কোরবানী ঈদের ১ম দিন ও পরের ৩ দিন, মোট ৫ দিন রোযা রাখা হারাম। আমি আলহামদুলিল্লাহ আইয়ামে বীযের (১৩, ১৪, ১৫ তারিখে) সুন্নাত রোযা রাখি। কিন্তু ১৩ তারিখ তো হারাম দিন পড়ে যায়। তাহলে রোযা শুধু ১৪, ১৫ তারিখে রাখবো ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১৪ ও ১৫ তারিখের সাথে উক্ত মাসে অন্য কোন একদিন রোযা রাখলেও আইয়ামে বীযের ছাওয়াব পেয়ে যাবেন ইংশাআল্লাহ।–উমদাতুল কারী ২১/২২৮।

Loading