প্রশ্ন : কোন হিন্দু ব্যক্তির দান,সদকা মাসজিদ নির্মাণ বা মাসজিদের উন্নয়ন মূলক কাজে লাগানো যাবে কি ? দলীল সহ জানালে খুশি হবো। জাযাকাল্লাহু খায়রান।

উত্তর :

তারা যদি নেক কাজ মনে করে বা ছাওয়াবের আশায় মসজিদ নির্মাণে বা মসজিদে দান করে তবে তা গ্রহন করা জায়েয। তবে শর্ত হল এর দ্বারা মুসলমানদের উপর গর্ব করা বা তাদেরকে খোটা দেওয়ার আশংকা না থাকা চাই। এমনটি হলে তা গ্রহন করা জায়েয নেই।

অমুসলিমদের অনুদান মসজিদের জন্য গ্রহন করা জায়েয এর সবচেয়ে বড় দলীল হল মক্কার কাফের ও মুশরিকদের বাইতুল্লাহ নির্মাণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তা বহাল রাখা। -তাফসীরে ইবনে কাসীর ২/৪৫০; বিদায়া নিহায়া ২/৩০১;আদ্দুররুল মুখতার ৬/৫২১; মাআরিফুল কুরআন ৪/৩৩১;  আহসানুল ফাতাওয়া ৬/৪৩৯,৪৪০; ফাতাওয়া মাহমূদিয়া ১৪/৪১৫।

Loading