প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো ১। আমি চাকরির সুবাদে ঢাকা সাভার থাকি। যেখানে বাসা নেওয়া এর কাছে মসজিদ আছে। তথাপি আমি যদি আশপাশে নতুন নতুন মসজিদে নামায পড়ি যখন সুযোগ পাই, বের হয়ে, এই নিয়ত যে হায়াতে আর এই নতুন জায়গা মসজিদে পড়া হয় কিনা, এগুলো সাক্ষী হিসেবে থাকবে। আর এতে আমার প্রশান্তি লাগে। এতে কি কোনো সমস্যা আছে ফযিলতের দিক থেকে? সুযোগ পাই এভাবে বের হই শুক্রবার বন্ধের দিন ই প্রায় ২। জুম্মার নামায যদি কাছে মসজিদে না পড়ে ঢাকা বড় বড় মসজিদে গিয়ে পড়ি বা কোনো বড় বুজুর্গ আলেম পিছনে নামায পড়বো বলে যাই এতে কি কোনো ফযীলত ঘাটতি হবে? ৩। বসে নামায পড়লে রুকু দিলে কতদূর নিচু হওয়া ঠিক? বারাকাল্লাহু ফি হায়াতিকা

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, সমস্যা নেই।
২। না, ঘাটতি হবে না। বরং এটা আরো উত্তম হবে।
৩। বসে নামায পড়ার ক্ষেত্রে রুকুতে মাথা সামনের দিকে এতটুকু পরিমাণ ঝুকাবে যাতে তা হাঁটু বরাবর হয়ে যায়।

Loading