প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি খুবই ভীত সন্ত্রস্ত্র হয়ে প্রশ্ন করছি। আমরা স্বামী স্ত্রী একে অপরকে নিজেদের জীবনের চেয়েও অনেক বেশী ভালোবাসি। কিন্তু মাঝেমধ্যে কারণে অকারণে ঝগড়া করি যা মাত্রাতিরিক্ত পর্যায়ভেদ পৌঁছায় যা আল্লাহর মেহেরবানীতে আবার ঠিক হয়ে যায়। কিন্তু ঝগড়া যখন করি তখন রাগের মাথায় বলে ফেলি যে, তোমার সাথে সম্পর্ক নাই, তুমি আমার স্বামী না, আমি তোমার কেউ না, তোমার বাবা মাকে বলো কি ব্যবস্থা নিবে নিতে, তোমার সাথে আর সম্পর্ক রাখব না, তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই এসব। প্রশ্ন হলো এসব কথার প্রভাব কি? আমরা একজন আরেকজনকে জীবনের চেয়ে বেশী ভালোবাসি। এগুলো শুধু রেগে গিয়েই বলি আর কোন উদ্দেশ্যে না।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

প্রশ্নের বর্ণনা থেকে মনে হয় আপনি এগুলো স্ত্রীকে তালাকের নিয়তে বলেননি। সেক্ষেত্রে উক্ত কথাগুলো দ্বারা কোন তালাক পতিত হবে না। তবে ভবিষ্যতে এ ধরনের কথাবার্তা থেকে বিরত অবশ্যই থাকবেন। অন্যথায় একটি কথাই সারাজীবন কান্নাকাটির কারন হতে পারে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭৫; রদ্দুল মুহতার ৩/২৯৮

Loading