প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমাদের ঘরে একটি টিভি আছে, আমি কি করতে পারি ? টিভি ভাঙ্গা যাবে না, কারন পরিবারের উপর আমার সেই ক্ষমতা নেই ? তবে অন্যের কাছে বিক্রি করা যেতে পারে। কিন্ত বিক্রি করা কি জায়েয হবে ? (কারণ এতেও তো খারাপ কাজে সহযোগীতা করা হবে।)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি টিভিটি বিক্রি করে দিন। বিক্রিয়লব্ধ টাকা কোন গরীবকে দিতে পারলে উত্তম। যদিও তা নিজের প্রয়োজনে ব্যয় করা জায়েয।–রদ্দুল মুহতার ৬/৩৯১; বাদায়েউস সানায়ে ৫/১৪৪।

Loading