প্রশ্ন : আসসালামু আলাইকুম মসজিদে নামায পড়া অবস্থায় সামনের কাতারের মুছল্লী অনেক সময় আমার দিকে মুখ করে দাড়িয়ে থাকে (সিজদায় গেলে মনে হয় যেন তার পায়ে সিজদাহ দিচ্ছি) এমন অবস্থায় কি করবো ? রুকূ সিজদাহ করবো, নাকি কিরাআত লম্বা করবো ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি নামায শুরু করার পর যদি সে আপনার দিকে ফিরে দাঁড়ায় বা বসে তবে তার জন্য এমনটি করা মাকরূহ। আপনার কোন গোনাহ হবে না। কাজেই আপনি যথানিয়মে নামায আদায় করে যাবেন। আর সে আপনার দিকে ফিরে থাকা অবস্থায় আপনি নামায শুরু করলে আপনার জন্য তা মাকরূহ হবে।–আদ্দুররুল মুখতার ১/৫৪৫

Loading