প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আসরের সময় একদিন দেরি হয়ে যায়, মসজিদে জামাআত শেষ হওয়ার পনের মিনিট পরে আমি ও আরেকজন মিলে মসজিদের ভিতরে জামাআতে নামায পড়ার জন্য একামত দিতে বলি, সে বলে যে, একামত হয়ে গেছে আর লাগবে না! তার কথা কি ঠিক আছে? ২। জামাআতে নামায পড়েছে এমন ব্যক্তিকে যদি ২য় বার আমার সাথে জামাআতে নামায পড়তে বলি যে আপনি ক্বাযা নামাযের নিয়ত করবেন আর আমি আজকের ওয়াক্তের নিয়ত করবো, তাতে কি আমি জামাআতের ছাওয়াব পাবো এবং যে এক্তেদা করেছে তার কি কাযা আদায়ের হক আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, ঠিক।

উল্লেখ্য যে, মসজিদে জামাআত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার জামাআত করা মাকরূহে তাহরীমী। এমতাবস্থায় কেউ জামাআতের ছাওয়াব পাইতে চাইলে নিয়ম হল বাড়িতে এসে অন্যদের নিয়ে জামাআত করবে অথবা মসজিদের বাইরে জামাআত করবে। একান্ত মসজিদের ভিতরেই করতে চাইলে প্রথম জামাআতের বিপরীত অবস্থায় করতে পারে। অর্থাৎ এক কোনায় সরে গিয়ে ইকামত ব্যতীত জামাআত করার সুযোগ রয়েছে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৮৩; আদ্দুররুল মুখতার ১/৫৫২

২। না, উক্ত ব্যক্তির এক্তেদা সহীহ হবে না। বরং এক্ষেত্রে উক্ত ব্যক্তি নফল নামযের নিয়ত করবে। এর দ্বারা আপনি জামাআতের ছাওয়াব পেয়ে যাবেন ইংশাআল্লাহ।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫৭৪; আল বাহরুর রায়েক ১/৪৬৬

 

Loading