প্রশ্ন : হায়েয নেফাসের সময় কত দিন সঙ্গম করা জায়েয নয়? ইসলামে এ ব্যাপারে কি কি নিষেধাজ্ঞা জারি আছে?

উত্তর :

হায়েযের সর্বনিম্ন সীমা তিন দিন এবং সর্বোচ্চ সীমা দশ দিন। অনুরুপভাবে নেফাসের সর্বোচ্চ সীমা চল্লিশ দিন। সর্বনিম্ন কোন সীমা নেই। উল্লেখিত দুই সর্বোচ্চ মেয়াদের অতিরিক্ত যে রক্ত দেখা দেয় তা ইস্তিহাযা বা রোগ বলে গণ্য। এসময় সহবাসে শরয়ী কোন বাধা নেই। আর উল্লেখিত দুই মেয়াদের মধ্যে মহিলাদের যখন রক্ত দেখা দেয় তখন সহবাস করা হারাম।

উক্ত মেয়াদের মধ্যে যখন স্ত্রীর অভ্যাস অনুযায়ী রক্ত বন্ধ হয়ে যাবে তখন তার উপর গোসল করা ফরজ।গোসলের পরে সঙ্গম জায়েয। গোসলের পূর্বে নয়। তবে কোন কারনে গোসলে যদি এতটা বিলম্ব হয় যে, এক ওয়াক্ত নামাযের ক্বাযা তার জিম্মায় ফরজ হয়ে পড়ে তবে সেক্ষেত্রে গোসলের পূর্বে সঙ্গম করা জায়েয। অনুরূপভাবে যদি পূরো দশ দিন ঋতুস্রাব হয়ে হায়েয বন্ধ হয় তবে গোসলের পূর্বে সঙ্গম করা জায়েয।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৯; তাবয়ীনুল হাকায়েক (শামেলা) ১/২৮০-২৮৪।

Loading