প্রশ্ন : আসসালামু আলাইকুম, নাপাক কাপড়ে শুই, কিন্তু আমার শরীর খুব ঘামায়। তাই ঘাম ভিজে শরীরের কাপড় নাপাক হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

নাপাক কাপড়ের উপর শয়নের পর যদি আপনার শরীরের ঘাম দ্বারা নাপাক কাপড় ভিজে যায় এবং উক্ত নাপাকীর প্রভাব (আছর) আপনার শরীরে বা কাপড়ে প্রকাশ পায় তবে আপনার শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে। আর যদি উক্ত নাপাক কাপড় ঘামে ভিজে যাওয়ার পরেও নাপাকীর কোন প্রভাব আপনার কাপড়ে বা শরীরে প্রকাশ না পায় তবে শরীর বা কাপড় নাপাক হবে না।–রদ্দুল মুহতার ১/৩৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭; আহসানুল ফাতাওয়া ২/৯৯।

Loading