প্রশ্ন : ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন পণ্য ক্রয় করা জায়েজ আছে কি?

উত্তর :

হ্যাঁ, জায়েয।
উল্লেখ্য যে, ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনভাবে সূদী কারবারে জড়িয়ে না যেতে হয়। তাই কার্ডের লোন অবশ্যই “মিনিমাম ডিও”তারিখের মধ্যে পরিশোধ করা জরুরী। যাতে কখনো সূদ না দিতে হয়। সূদী কারবারে জড়িয়ে পড়ার আশংকা থাকলে এ কার্ড ব্যবহার করা জায়েয হবে না।

Loading