প্রশ্ন : কেউ যদি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নিয়ে বাড়ি ক্রয় করে এবং ব্যাংকের ঋণ (সুদসহ) পরিশোধ করা অবস্থায় (এখনো সম্পূর্ণ পরিশোধ করে নি) তা অন্যর নিকট বিক্রি করে তাহলে কি তার বাড়ি বিক্রি বাবদ যে টাকা পাবে তা হালাল হবে?বাড়ি বিক্রি ব্যাংকের অনুমতিতে করা হবে। যিনি ক্রয় করবেন তিনি শুধু বাড়ির মালিক কে তার বাড়ির বর্তমান বাজার মূল্য দরে তার মূল্য পরিশোধ করবেন (সুদ ছাড়া) এবং ব্যাংকের বাকি পাওনা তিনি সুদসহ আদায় করবেন। বাড়ি বিক্রেতা তার বাড়ি বিক্রি বাবদ যে মূল্য পাবে তা কি হালাল হবে?

উত্তর :

হ্যাঁ, হালাল হবে। তবে সূদী চুক্তিতে জড়ানোর জন্য গুনাহ হবে।

এই প্রশ্নের উত্তর কিন্তু বেশ পূর্বে আপনাকে দেওয়া হয়েছে। আপনি সর্বদাই একই প্রশ্ন বারবার করতে থাকেন। এটা না করার বিশেষ অনুরোধ রইল।

Loading