প্রশ্ন : নামাজরত অবস্থায় অসুস্থতাবসত মুখে থুতু চলে আসা এবং মুখ ভরে যাওয়া, তাছাড়া নামাজী ব্যক্তি যদি থুতু গিলে ফেলতে চায় তাহলে বমি হওয়ার আশংকা করে, এমতাবস্থায় করণীয় কি? সে কি থুতু ফেলতে পারবে? বিস্তারিত জানালে খুশী হবো। জাযাকাল্লাহু খায়রন।

উত্তর :

এমতাবস্থায় আপনি আপনার কাপড়ের এক প্রান্ত দ্বারা থুতু মুছে কাপড়ে ডলে দিবেন অথবা রুমাল থাকলে তাতে মুছবেন। তবে এক্ষেত্রে আপনি এক হাতের সহযোগিতা নিবেন দুই হাতের নয়।-সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৬; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৮০।

Loading