প্রশ্ন : আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা নবীও নয়, শহীদও নয়। কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের ওপর ঈর্ষা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তারা কারা?’ জবাবে তিনি বলেন, ‘তারা সেসব লোক, যারা কেবল আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে। তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক, নেই কোনো ধনসম্পদের সম্পর্ক। (কেয়ামতের দিন) তাদের চেহারা হবে নুরানি (উজ্জ্বল)। তারা নূরের মিম্বরের ওপর থাকবে। যখন মানুষ ভয় পায়, তখন তারা ভয় পাবে না। যখন মানুষ দুঃখ পায়, তখন তারা দুঃখ পাবে না।’তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০:৬২ আয়াত পাঠ করেন। (আবূ দাউদ, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে মুনীর) ১) কাদেরকে ভালবাসতে হবে? ২) উপরোক্ত হাদীসটির উপর আমল করতে হলে বর্তমানে কি কি করতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। মুমিনদেরকে খালেছভাবে আল্লাহ তাআলার জন্য ভালবাসতে হবে। যেখানে দুনিয়াবি কোন স্বার্থ থাকবে না।–মিরকাতুল মাফাতীহ ১৪/৩১০ (শামেলা); আউনুল মাবূদ ৯/৩২২, ৩২৩

Loading