প্রশ্ন : ১। “সমস্ত সুন্নাত নফলের হুকুমে” এই কথার মর্ম কি? ২। দায়েমী সুন্নত/দায়েমী ফরজ বলতে শরীয়তে কোন আলাদা বিধান আছে কি? নাকি ফরজ ফরজই সুন্নাত সুন্নতই? ৩। পাগড়ি পড়ার শরয়ী বিধান কি?

উত্তর :

১। নফল অর্থ অতিরিক্ত। (ফরজ ব্যতীত) সমস্ত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তালারই হুকুমে উম্মতকে অতিরিক্ত দিয়েছেন। সেই দৃষ্টিকোন থেকে সুন্নাতকে নফল বলা হয়। তবে এটা পারিভাষিক নফল নয়। বরং শাব্দিক অর্থে নফল। কাজেই এর অর্থ এই নয় যে, সকল সুন্নাত ঐচ্ছিক। বরং সুন্নাতের মধ্যে বাধ্যতামূলক সুন্নাতও (তথা সুন্নাতে মুআক্কাদা) রয়েছে। মোটকথা উপরোক্ত কথাটি শাব্দিক অর্থে প্রযোজ্য।
২। শরীয়তে এমন কোন পরিভাষা নেই।
৩। মুস্তাহাব। পরিধান করা অত্যন্ত ছাওয়াবের কাজ। না পরলে কোন গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা পাগড়ি পরিধান করতেন।-সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৬; সুনানে তিরমিজী, হাদীস নং ১৭৩৫

Loading