প্রশ্ন : আসসালামু আলাইকুম (প্রশ্নঃ মা-বাবার নিষেধ থাকা সত্ত্বেও নিজে দ্বীন শেখার জন্য এবং আখলাক সুন্দর করার জন্য চিল্লায় যাওয়া যাবে কি ? কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত জানতে চাই ? উত্তরঃ শরয়ী কোন উযর ব্যতীত পিতা-মাতা দ্বীন শিক্ষার জন্য তাবলীগে যেতে নিষেধ করলে তাদের কথা মানা জরুরী নয়।-রদ্দুল মুহতার ৬/৪০৮; ফাতাওয়া মাহমূদিয়া ৪/২৫৫) আপনার উপরোক্ত প্রশ্নোত্তরটি কেমন যেন আমায় চিন্তায় ফেলে দিলো, আপনার কাছে সঠিক সমাধান চাই? হাদীস শরীফে আছে যে, এক ছেলে জিহাদে যেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, তোমার পিতা-মাতা আছে? সে বললো হ্যাঁ আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার পিতা-মাতার খেদমত কর। কিন্তু আপনি বললেন পিতা-মাতার অবাধ্য হয়ে চিল্লায় যেতে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি আসলে উত্তরটি বুঝেননি। প্রত্যেকের জন্য ফরজে আইন পরিমান ইলম শিক্ষা করা ফরজ। এক্ষেত্রে পিতামাতা বাধা দিলেও তাদের হুকুম মানা যাবে না। অনুরূপভাবে পিতামাতা আল্লাহ তাআলার কোন অবাধ্যতার হুকুম করলে বা আল্লাহ তাআলার কোন অত্যাবশ্যকীয় হুকুম পালনে বাধা দিলে তাদের কথা মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
অর্থঃ আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করে। তারা যদি আমার সাথে এমন কিছুকে শরীক করার জন্য তোমার উপর বল প্রয়োগ করে, যার ব্যাপারে তোমার কাছে কোন প্রমান নেই, তবে তাদের কথা মানবে না।–সূরা আনকাবূত, আয়াত ৮

অনুরূপভাবে হাদীস শরীফে আছে-
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ

অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নাফরমানী করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না।–মুসনাদে আহমাদ, হাদীস নং ১০৯৫

এবার আসুন আমাদের উল্লেখিত প্রশ্নোত্তরের প্রশ্নে বলা হয়েছে ছেলে দ্বীন শিক্ষার জন্য বের হতে যায়। আর উত্তরে বলা হয়েছে শরয়ী কোন উযর ব্যতীত পিতা-মাতা দ্বীন শিক্ষার জন্য বের হতে নিষেধ করলে তাদের হুকুম মানা জরুরী নয়। কাজেই যদি শরয়ী কোন উযরের কারনে পিতামাতা যেতে নিষেধ করে যেমন ছেলে পরিপূর্ণভাবে দ্বীন শিখে ফেলেছে বা পিতামাতা অপরের মুখাপেক্ষী তাদের দেখার কেউ নেই এবং ঘরে থেকেও দ্বীন শিক্ষার ব্যবস্থা রয়েছে তবে পিতামাতার নিষেধের কারণে তার বের হওয়া জায়েয হবে না। আর এগুলোর সাথে আপনার উল্লেখিত হাদীসটির কোনই সংঘর্ষ নেই। আপনার উল্লেখিত হাদীসে দ্বীন শিক্ষা করা বা জরুরী ইলম শিখতে পিতামাতার নিষেধ করা এমন কিছু নেই।

Loading