প্রশ্ন : ১. কুরবানীর সময় আমরা তো গরুর মাংশ তিন ভাগ করি। একভাগ নিজের জন্য, একভাগ আত্মীয়দের জন্য এবং আরেক ভাগ গরীবদের জন্য। আমার প্রশ্ন হল, যদি কুরবানীর মাংশ তিন ভাগ করি তাহলে কি সমান করেই করতে হবে? কোন ভাগে কমবেশি হলে কি কোন সমস্যা আছে? ২. ধরুণ, আমি আমার শশুর বাড়ি ৫ কেজি কুরবানীর মাংশ পাঠালাম আর কাকার বাসায় ২ কেজি। এভাবে আত্মীয়দের মাঝে বন্টনে কম বেশি করা যাবে? ৩. কারো উপার্জনের অর্ধেক টাকা হালাল আর অর্ধেক টাকা হারাম। মানে বেতনের টাকাটা হালাল। এর বাইরে এক্সট্রা হারাম উপার্জন আছে। ঐ ব্যক্তি যদি বেতনের টাকায় কুরবানী করতে চায় তাহলে তার কুরবানী হবে?

উত্তর :

১। উত্তম হল সমান করে করা। না করলে কোন সমস্যা নেই।

২। যাবে।

৩। হ্যাঁ, হালাল টাকায় করলে হবে। 

 

Loading