প্রশ্ন : আসসালামু আলাইকুম, ইমামের পিছনে জামাতে নামায আদায় করার সময়, কিরাআত বাদে বাকী সব (তাকবীর, তাসবীহ, তাশাহহুদ, দুরুদ ও দুআয়ে মাছূরা) কিভাবে পড়বো? ১। জিহবা দিয়ে আস্তে আস্তে পড়বো যা শুধু নিজের কানে পৌছায়? ২। অন্তর দিয়ে পড়বো? 3। কিছুই না পড়ে শুধু ধ্যান করবো যে আল্লাহ আমাকে দেখছেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

জিহবা দিয়ে আস্তে আস্তে পড়বেন যা আপনার কানে পৌছায়।

উল্লেখ্য যে, ইমামের পিছনে মুক্তাদীর কোন কিরাআত পড়তে হয় না।–সুনানে উবনে মাজাহ, হাদীস নং ৮৫০; সুনানে বাইহাকী, হাদীস নং ৩০১২

Loading