প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল, কোন এক পীর সাহেব বলছে যে, যেহুতু নবী আর আসবে না রাসূল আসবে না এর মুযাদ্বারা এই খাস কাজ ও ওলি আওলিয়াদের কাজ তার উম্মতেরা করবে যদি নবী আসত আর কুরআন নাযিল হইতো তা হলে আমি বিশ্বাস করি যে ঐ কিতাবে হাসান বসরির কথা চলে আসতো আর ওলি আওলিয়াদের ও পির সাহেবদের কথা চলে আসতো এমন কি সে বলছে ফয়জুল করিম সাহেবের কথা চলে আসতো। এইটা বলা কি ঠিক বা কোন গুনাহ্ হবে নাকি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

এটা আসলে একটা আবেগী কথা এবং বক্তার মনের তামান্না। যা তিনি তাদের প্রতি অতিরিক্ত মহব্বতের কারনে বলেছেন। এতে কোন গুনাহ হবে না।

Loading