প্রশ্ন : আসসালামু আলাইকুম। চার রাকাআত নামাযের তিন রাকাআতে সূরা ফাতিহার পরে ভুলে অন্য সূরা কিছু অংশ পড়ে ফেললে, যেমন-সূরা কাওসারের ‘ইন্না—আত্বইনা কাল’ এ পর্যন্ত ভুলে পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? জাযাকাল্লাহ্ খাইরন

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি সম্ভবত ফরজ নামাযের ব্যপারে প্রশ্নটি করেছেন। ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাআতে সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা কিছুটা বা পুরোটা পড়ে ফেললে এতে নামাযের ক্ষতি হবে না এবং সিজদায়ে সাহু দিতে হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪

Loading