প্রশ্ন : আমার এক আত্মীয় কিছু বিদেশী টাকা একজন লোকের মারফত বাংলাদেশে পাঠায়। যেটা আমাকে নেয়ার জন্য তার কাছে যেতে বলে। আমি অফিসে যদি এ ব্যাপারে বলি তবে ছুটি দিবে না, তাই মিথ্যা কথা বলে অন্য একটি অজুহাত দেখিয়ে টাকাটা নিয়ে আসি। এখন এই টাকা কি আমার জন্য হারাম হবে? আর যদি টাকার মালিক আমি না হই তবে কি যে মালিক তার উপর আমার মিথ্যার কারণে টাকার ব্যাপারে কোন প্রভাব পড়বে? বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর :

না, টাকা হারাম হবে না। তবে মিথ্যার কারনে আপনার অনেক বড় গুনাহ হয়েছে। খালেছভাবে তাওবা করে নিবেন।–সহীহুল বুখারী, হাদীস নং ৬০৯৪; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯৯১

Loading