প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম ১। যদি কোন ব্যক্তি বা মহিলা মুসলমান থেকে খৃষ্টান হয় তবে তার বিধান কি? ২। তার সন্তানাদির সাথে বিবাহ জায়েয হবে কি? ৩। তার সাথে সামাজিক আচরণ ও লেনদেনের মধ্য কোন প্রভাব পড়বে নাকি আগের মতই স্বাভাবিক থাকবে? নাকি অন্যান্য হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বীদের মত আচরণ করবো। জানালে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। সে মুরতাদ হিসেবে গণ্য হবে।

২। তার সন্তানাদি ইসলাম গ্রহন করলে তার সাথে বিবাহ জায়েয। পিতা বা মাতার ধর্মের উপর থাকলে তাদের সাথে বিবাহ বৈধ নয়।

৩। প্রথমে তাদেরকে বুঝাবে এবং দাওয়াত দিবে। তাদের নিকট ইসলামের সৌন্দর্য ও লাভ এবং কুফরীর খারাবী ও ভয়াবহতা তুলে ধরবে। যদি তারা ফিরে আসে তবে তারা আমাদের ভাই। আর যদি তারা ফিরে না আসে এবং অনেকটা নিশ্চিত হওয়া যায় যে তারা আর ফিরে আসবে না তবে তাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সর্ব দিক দিয়ে বয়কট করা জরুরী। মোটকথা যদি নরম ব্যবহারের দারা ঈমানের আশা করা যায় তবে তাদের সাথে ভাল আচরণ করবে। মুরতাদের হুকুম অন্যান্য কাফেরের থেকে মারাত্মক। তারা মৃতের মত। তাদের সাথে কোন মুসলমান তো দুরের কথা কোন কাফেরের বিবাহও বৈধ নয়।-ফাতাওয়া হিন্দিয়া ১/২৮২; বাদায়েউস সানায়ে ৩/৪৫৮; আল বাহরুর রায়েক ৫/২১০;
এর পাশাপাশি আপনি এই লিঙ্কও ভিজিট করতে পারেন
http://muftihusain.com/ask-me-details/?poId=1263

Loading