প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। দাওয়াতুল হক এর মাসিক ইজতেমায় খাবার এর জন্য যারা টাকা দিয়ে থাকে তাদের টাকা হালাল না হারাম তা জানি না এমন অবস্থায় কি খাবার খাওয়া যাবে? ২। চিল্লায় সবার থেকে সমান টাকা নিয়ে বাজার করা হয়। সবার টাকা হালাল না হারাম তাও জানি না এমন অবস্থায় করনীয় কি ? ৩। একজনের টাকা যদি হারাম হয় তাহলে কি তা খাওয়া সবার জন্য হারাম হবে? ৪। দাওয়াতুল হক এর খাবার না খেলেও চলবে, কিন্তু চিল্লায় গেলে উক্ত খাবার না খেয়ে অন্য কোন উপায়ও থাকে না। ৫। চিল্লায় যে টাকা দিয়ে বাজার করা হয় (ধরুন ১০০ টাকা) তা আমার ভাগেরটা দেওয়ার পর যদি আরও ১০০ টাকা গরীবকে দিয়ে দেই তাহলে কি হালাল হবে ? ৬। নাকি চিল্লায় যাওয়াই বাদ দিয়ে দিবো ? ৭। উপরোক্ত বিষয়ে হারাম থেকে বাচার জন্য করনীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৪+৬+৭। খাওয়া যাবে।
৩। না।
৫। এমনটি করার প্রয়োজন নেই।
সূত্রসমূহঃ রদ্দুল মুহতার ৫/৯৮; মাজমাউল আনহুর ২/৫৪৮; ফাতাওয়া উসমানী ৩/১২২,১২৩

Loading