প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি গ্রাম থেকে বাসে ঢাকায় চাকরির উদ্দেশ্য যাবার সময় যদি পথে আসরের নামায পড়তে পারলাম না মাগরিবে গিয়ে উঠলাম তখন এই নামায কখন পড়ব কিভাবে? নিয়ম কী?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি আপনার সফরের দূরত্ব কমপক্ষে ৪৮ মাইল হয় তবে বাসায় গিয়েই আগে আসরের দুই রাকাআত কসর ক্বাযা পড়বেন। এরপর মাগরিব পড়বেন। আর সফর ৪৮ মাইলের কম হলে আসরের নামায পুরো চার রাকাআত ক্বাযা পড়বেন।

Loading