প্রশ্ন : ১.স্বপ্নদোষ/উত্তেজনা ব্যতীত অন্য কোন কারনে যদি আমার লিঙ্গের মাথায় বীর্যের ন্যায় লক্ষিত হয় তাহলে করনীয় কি? ২। দীর্ঘ সময় প্রসাব না করলে লিঙ্গের মাথায় বীর্যের ন্যায় লক্ষিত হয় তাহলে কী আমি পাক জামা কাপড় অন্যান্য জিনিস পত্র ধরতে পারব?
উত্তর :১। শাহওয়াত (মজা) ও বেগের সাথে বীর্য বের না হলে গোসল ফরজ হবে না। এক্ষেত্রে বিশেষ অঙ্গ ধৌত করে শুধুমাত্র উযূ করে নেওয়াই যথেষ্ট। অনুরূপভাবে কাপড়ে লাগলে তাও পবিত্র করে নিতে হবে।–আদ্দুররুল মুখতার ১/১৬০, ১৬১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪, ১৫
২। হ্যাঁ, পারবেন।