প্রশ্ন : কেউ যদি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নিয়ে কোন হালাল ব্যাবসা করে এবং এই ব্যাবসার আয় থেকে ব্যাংকের ঋণ (সূদসহ) পরিশোধ করে। তাহলে কি তার আয় হালাল হবে?

উত্তর :

হ্যাঁ, তার আয় তো হালাল হবে। তবে তার সূদ দেওয়ার জঘন্যতম গোনাহ হবে। হাদীস শরীফে এসেছে সূদ দেওয়া ও নেওয়া উভয়টি বরাবর। সূদী মুআমালায় সম্পৃক্ত হওয়া আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার শামিল। সূদ এমন একটি ভয়াবহ গোনাহ যার ভয়াবহতা আল্লাহ্‌ তাআলা এভাবে বর্ণনা করেছেন-
“( সূদের ভয়াবহতা জানার পরেও যদি তোমরা ছেড়ে না দাও , তবে আল্লাহ্ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও)” -সূরা বাকারাহ, আয়াত ২৭৯
কত বড় মারাত্মক কথা, আল্লাহ্‌ তাআলা খালেক হয়ে সামান্য মাখলূকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। পুরো কুরআন শরীফে মাত্র এই একটি জায়গায় আল্লাহ্‌ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এখানে মূলত যুদ্ধ ঘোষণা উদ্দেশ্য নয় বরং সূদের ভয়াবহতা বর্ণনা করা উদ্দেশ্য।
অনুরূপভাবে হাদীসে যে সূদ নেয় ও সূদ দেয় উভয়ের উপর লানত এসেছে।
لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ
অর্থঃ সূদ যে খায় এবং দেয় তাদের উপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত দিয়েছেন।–সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬
কাজেই কোন মুমিন কখনো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করত সূদ নিতেও পারে না এবং দিতেও পারে না। সূদ দেওয়া ও নেওয়া উভয়টি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর।

Loading