প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। জামাআতে নামাযের সময় ছুতরা কি শুধু ইমামের সামনে হবে নাকি সকল মুসল্লিদের সামনে হবে? ২। জামাআত চলা অবস্থায় মুসল্লীদের সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, সঙ্গত কারণে আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
১+২। জামাআতে নামায আদায়ের সময় ইমামের ছুতরাই সকল মুসল্লীদের জন্য যথেষ্ট। অর্থাৎ যদি জামাআতে নামায আদায়ের সময় ইমামের সামনে দেয়াল বা এজাতীয় কোন কিছু না থাকে তবে কেবল ইমামের সামনে সুতরা দেওয়াই যথেষ্ট। ইমামের সুতরার বাইরে দিয়ে চলাফেরা করতে কোন অসুবিধা নেই যদিও মুসল্লীদের সামনে কোন সুতরা না থেকে থাকে। তবে এর এই অর্থ নয় যে, ইমামের সামনে সুতরা থাকলে মুসল্লীদের কাতারের মাঝখান দিয়ে চলাফেরা করা যাবে। বরং এই হুকুম প্রথম কাতারের সামনে দিয়ে চলাফেরার জন্য। দুই কাতারের মাঝে চলাফেরা করা কখনোই বৈধ নয়।–সহীহুল বুখারী, হাদীস নং ৪৯৩; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৭০৮; বাজলুল মাজহুদ ৪/৩৮২, ৩৮৩

Loading