প্রশ্ন : চাউমিন খাওয়া হালাল না হারাম?

উত্তর :

চাউমিন হচ্ছে এক ধরণের ভাজা নুডলস জাতীয় খাবার। চাউমিন শব্দটি তাইশানীজ শব্দ চাউ-মেইং এর রোমানাইজেশন রূপ। চাউমিন শব্দের অর্থ হল ‘ফ্রাইড নুডলস’ বা ভাজা নুডলস, চাউ মানে ‘ফ্রাইড’ এবং মেইন মানে ‘নুডলস’।(সূত্রঃ উইকিপিডিয়া)
কাজেই এর আর নুডুলস এর উপাদান একই। আমাদের জানা মতে এর সাথে কোন হারাম জিনিসের সংমিশ্রণ নেই। তাই এটা নাজায়েয হওয়ার কোন কারন নেই।

Loading