প্রশ্ন : আসসালামু আলাইকুম, মাসিক চলাকালীন অবস্থায় কায়দা (কায়দার ভিতরে তো প্রায় জায়গাই কুরআনের ছোট ছোট শব্দ থাকে পুরো আয়াত থাকে না) ধরে পড়া এবং পড়ানো যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কায়েদায় অবস্থিত কুরআনের শব্দসমূহ একটি একটি করে পড়ানো যাবে। পূরো আয়াত একসাথে পড়াবে না। তবে কোন কোন কায়েদার শেষে বেশ কিছু সূরা থাকে যা অনেক ক্ষেত্রে পরিমানে কায়েদার চেয়ে বেশি হয়। তাই এমতাবস্থায় মহিলারা কায়েদা স্পর্শ করবে না। স্পর্শ করতে হলে কোন কাপড় ইত্যাদি দ্বারা স্পর্শ করবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; রদ্দুল মুহতার ১/৩৯৩

Loading