প্রশ্ন : প্রথমে ওজু করে নিয়ে বাথ রুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি?

উত্তর :

বাথ রুম যদি চারিদিক দিয়ে ঘেরা হয় এবং কারো নজরে না আসে তবে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয। তবে একান্ত প্রয়োজন ছাড়া উলঙ্গ হয়ে গোসল না করা উত্তম। আর উলঙ্গ হওয়ার কারনে উযূ ভাঙ্গে না।–সহীহুল বুখারী, হাদীস নং ২৮১; হালবিয়ে কাবীর পৃঃ ৫১; হাশিয়াতুত তাহতাবী আলা মারাকীল ফালাহ পৃঃ ১০৬; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১/১১৭।

Loading