প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। নামাযের শেষে দোয়া মাছূরা কি নির্দিষ্ট, নাকি এ সময় অন্য যে কোন দুআ করা যায়? ২। অনুরূপভাবে বিতর নামাযে দুআ কুনূত কি নির্দিষ্ট, নাকি এ সময় কুরআন হাদীস থেকে যে কোন দুআ করার অবকাশ আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, প্রসিদ্ধ যে দুআটি পড়া হয় সেটি নির্দিষ্ট নয়। এক্ষেত্রে কুরআন বা হাদীসে বর্ণিত যে কোন দুআ করা যায়। হাদীস শরীফে বেশ কয়েকটি দুআর কথা এসেছে। যেমন-
(ক) اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
(খ) اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
(গ) اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ يَا اللَّهُ الأَحَدُ الصَّمَدُ الَّذِى لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِى ذُنُوبِى إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
-সুনানে আবূ দাউদ, হাদীস নং ৯৮৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫২, ১৩৫৩; ইলাউস সুনান ৩/১৬৮-১৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৬
২। এক্ষেত্রেও হাদীস শরীফে একাধিক দুআর কথা এসেছে। তবে উত্তম এবং সুন্নাত হল প্রসিদ্ধ দুআয়ে কুনূত পড়া।–ইলাউস সুনান ৬/১০৬-১১১

Loading