প্রশ্ন : আসসালামু আলাইকুম, জামাআতে নামায আদায় করতে গিয়ে যদি ইমাম সাহেবকে শেষ রাকাআতে বসা অবস্থায় পাই তাহলে তো আর ঐ রাকাত (রুকু পেলে ঐ রাকাত পেয়েছি বলে ধরা হবে) পেলাম না। তাহলে কি জামাআতে নামায আদায় করার ছাওয়াব পাবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, পাবেন। তবে তাকবীরে উলার সাথে নামায আদায় করার ছাওয়াব আরো বেশী।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫৬৪

Loading