প্রশ্ন : ১। আমার স্ত্রী রেস্টুরেন্টে খাওয়ার জন্য মুখ খুলতে পারবে? রেস্টুরেন্টে অনেক ছেলে মানুষ থাকে। ২। কোন বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার সময় কি মুখ খুলতে পারবে? ৩। কোন বাড়িতে দাওয়াত খাওয়ার সময় যেখানে সবাই এক সাথে খায় সেখানে কি খেতে পারবে? আমার কাছে এগুলো পর্দা লংঘন মনে হয়, যদি না হয় তবে বলবেন। আর যদি লংঘন হয় তবে বলবেন এ থেকে বাঁচার উপায় কি?

উত্তর :

১। হ্যাঁ, এগুলো তো পর্দা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। রেস্টুরেন্টে একান্ত অপারগতায় খাওয়ার প্রয়োজন হলেই কেবল মহিলারা খাবে। সেক্ষেত্রে তারা নেকাব না উঠিয়ে নেকাবের নীচ দিয়েও কিন্তু খেতে পারে যেমনটি আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। অথবা এক কোনায় দেয়ালের দিকে ফিরে জড়সড় হয়ে খেতে পারে। আবার কিছু হোটেলে মহিলাদের জন্য আলাদা কেবিনও থাকে।–আহকামুল কুরআন, আল্লামা জাসসাস ৩/৫৪৬; আদ্দুররুল মুখতার ৬/৩৭০

২+৩। নারী পুরুষের অবাধ বিচরণ হারাম। তাদের একসাথে চলাফেরা, উঠাবসা এবং খাওয়া দাওয়া সবই হারাম। কাজেই কোন বিয়ে বাড়িতে গেলে যদি পর্দার লঙ্ঘন হয় তবে সেখনে যাওয়া জায়েয হবে না। তবে যদি সেখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে এবং বেপর্দা, বেহায়াপনা ইত্যাদি শরীআত গর্হিত কোন কাজ না হয়ে থাকে তবে যাওয়া জায়েয।-প্রাগুক্ত

Loading