প্রশ্ন : হযরত আমার একটি কম্পিউটারের দোকান আছে। আমি ছবি থেকে ছবি করি (শুধুমাত্র পাসপোর্ট সাইজ ও স্ট্যাম সাইজ) । আমি কি করতে পারব? বি.দ্র: অন্য কোন ছবি করি না যেমন বড় ছবি। এছাড়াও আমি ছবি তুলি না। কাস্টমার বাসা থেকে নিয়ে আসে আমি ঐ ছবিটাকে কপি করি। প্রিয় দ্বীনী ভাই আপনার উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।

উত্তর :

পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সাধারণত মানুষ কোন প্রয়োজনেই করে থাকে। আর জরুরতের সময় ছবি করা জায়েয। কাজেই কেউ আসলেই কোন জরুরতের কারনে ছবি করলে তা করে দেওয়া জায়েয হবে এবং ঐ ইনকামও বৈধ হবে।–আল আশবাহ ১/২৫১; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৬৪

Loading