প্রশ্ন : এক মহিলা তার প্রথম স্বামীকে তালাক দিয়ে ২য় স্বামী গ্রহন করে, পরে সে ২য় স্বামী কে তালাক দিয়ে ১ম স্বামীকে বিয়ে করে, এরপর সে ১ম স্বামীকে তালাক দিয়ে ৩য় স্বামী গ্রহন করেছে ২ বছরের বেশী। এখন সে প্রথম স্বামীকে আবার বিয়ে করতে চায় এবং তার ১ম স্বামীও গ্রহন করতে চায়। এখন সে কি তার ৩য় স্বামীকে তালাক দিয়ে তার ১ম স্বামীকে গ্রহন করতে পারে? ইসলাম কি বলে, দয়া করে জানাবেন।

উত্তর :

তালাক দেওয়ার অধিকার এককভাবে স্বামীর। স্ত্রীকে স্বামীকে কখনো তালাক দিতে পারে না। আর দিলে তা কার্যকর হয় না। হ্যাঁ, স্বামীর দেওয়া ক্ষমতাবলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহন করতে পারে। কাজেই প্রশ্নে উল্লেখিত উক্ত মহিলা কর্তৃক পর্যায়ক্রমে তার তিনটি স্বামীকে তালাক দেওয়ার ধরন সম্পর্কে বিস্তারিত না জেনে প্রশ্নের দেওয়া সম্ভব নয়।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৮১

Loading