প্রশ্ন : যদি কোন ব্যাক্তি আজান দিচ্ছে এমন সময় খায় তাহলে কি করবে?

উত্তর :

যদি সাহরি খাওয়ার পর ইচ্ছা করেই আযানের সময় খায় তাহলে তো ক্বাযা কাফফারা উভয়টি জরুরী। আর যদি সময় আছে মনে করে খেতে খেতে আযান দিয়ে দেয় তবে উক্ত রোযা পরবর্তীতে ক্বাযা করতে হবে। তার উপর কাফফারা আসবে না। আর ঐ দিন রোযার সন্মানে ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে।

Loading