প্রশ্ন : আসসালামু আলাইকুম, জনাব, আল্লাহ আপনার সুস্থতা ও মানসিক প্রশান্তি দান করুন। আমি মাসকেটে থাকি। বয়সও ত্রিশ এর কোটায়। শুদ্ধ করে কুরআন পড়তে পারি না। দেখে দেখে এমনি কয়েক পারা পড়তে পারি। বড় আফসোস লাগে। নিজেকে খুবই অসহায় মনে হয়, যখন কেউ সুন্দর করে কেরাত পড়ে। ১। আমি কিভাবে কুরআন শুদ্ধ ও সুন্দর ভাবে তিলাওয়াত করতে পারবো, একটু পরামর্শ চাই? ২। মাসকেটের কোথাও আপনার/আপনাদের পরিচিত কোন বাঙ্গালী কুরআন শিক্ষা কেন্দ্র আছে? থাকলে আমাকে দয়া করে জানাবেন, আমি প্রতি শুক্রবার অন্তত কুরআন শিক্ষা করতে সেখানে যেতে পারবো, ইংশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভাল রাখুন। আমীন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। আপনি আপনার নিকটস্থ কোন যোগ্য হাফেয, ক্বারী অথবা আলেমের শরণাপন্ন হোন। তাদের নিকট নিয়মিত মশক শুরু করে দিন। দ্রুত শিখে যাবেন ইংশাআল্লাহ।

২। প্রিয় দ্বীনী ভাই আমি খুবই দুঃখিত যে, আমার সেখানে তেমন জানাশোনা নেই। তবে আপনি একটু খুঁজলে অবশ্যই পাবেন ইংশাআল্লাহ।

আপনার জন্য বিশেষ দুআ রইল।

Loading