প্রশ্ন : মাগরিবের নামাযের পূর্বে মসজিদে ঢুকে দুখূলুল মসজিদের নামায পড়া যাবে কি? সৌদিতে সকলেই পড়ে।

উত্তর :

মাগরিবের পূর্বে কোন নফল না পড়াই মুস্তাহাব এবং উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
إِنَّ عِنْدَ كُلِّ أَذَانَيْنِ رَكْعَتَيْنِ مَا خَلاَ الْمَغْرِبَ

অর্থঃ মাগরিব ব্যতীত প্রত্যেক আযান ও ইকামতের মাঝে দুই রাকাআত নামায রয়েছে।–সুনানে বাইহাকী, হাদীস নং ৪৬৬৯; সুনানে দারাকুতনী, হাদীস নং ১০৫০; মুসনাদে বাযযার, হাদীস নং ৭৪৩৬

سُئِلَ ابْنُ عُمَرَ عَنِ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ فَقَالَ مَا رَأَيْتُ أَحَدًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّيهِمَا
অর্থঃ হযরত ইবনে উমর (রাঃ) কে মাগরিবের পূর্বে দুই রাকাআত নামাযের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় আমি কাউকে এ দুই রাকাআত নামায পড়তে দেখিনি।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১২৮৬

عَنْ إِبْرَاهِيمَ قَالَ : لَمْ يُصَلِّ أَبُو بَكْرٍ وَلاَ عُمَرُ وَلاَ عُثْمَانُ رَضِىَ اللَّهُ عَنْهُمْ قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ

অর্থঃ হযরত ইব্রাহীম নাখঈ (রহঃ) বলেন মাগরিবের পূর্বে দুই রাকাআত নামায হযরত আবূ বকর, উমর ও উসমান কেউই পড়েননি।–সুনানে বাইহাকী, হাদীস নং ৪৬৭৮; মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা নং ৩৯৮৫

Loading