প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমার দাতে এমনিতে কোন সমস্যা নেই, কিন্তু ২-৩ মাস পর দুই একবার সামন্য রক্ত আসে। এতে কি আমার ওযুর কোন সমস্যা হয়? ২। রমযান মাসেও এরকম হয়েছিল কিন্তু বুঝতে পারি নাই যে, রক্ত বের হচ্ছে কি না? থুতু গিলে খাওয়ার পর অনুভব হলে বাইরে থুতু ফেলে দেখি থুতুর সাথে রক্তও আছে। এমন অবস্থায় কি ঐদিনের রোযা ভেঙ্গে গেছে?

উত্তর :

 

ওয়া আলাইকুমুস সালাম

১। থুতু ফেলার পর যদি তা লালচে বর্ণের হয় তবে উযূ নষ্ট হয়ে যাবে। আর থুতু হলদে বর্ণের হলে উযূ নষ্ট হবে না।- আদ্দুররুল মুখতার ১/২৪ (দারুল কুতুব); আল মুহীতুল বুরহানী ১/৩৮; মারাকীল ফালাহ, পৃষ্ঠা ৪৫

২। রক্ত যদি থুতু সমপরিমান হয় বা থুতু থেকে বেশি হয় এবং তা পেটে চেলে যায় তবে রোযা ভেঙ্গে যাবে এবং তার কাযা করতে হবে। আর রক্ত পরিমানে কম হলে রোযা নষ্ট হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩

Loading