প্রশ্ন : ১। জন্মনিয়ন্ত্রণ কি জায়েয? যদি জায়েয হয় তাহলে কোন কোন নিয়মে জায়েয? ২। ঘুষ দিয়ে চাকরি নিলে কি অন্যের হক নষ্ট করার গোনাহ হয়?

উত্তর :

১। নিম্নোক্ত লিঙ্কে আপনি উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1675
২। নিজে যোগ্য হলে তো অন্যের হক নষ্টের গোনাহ হবে না। তবে মেধা বা যোগ্যতার বিচারে অগ্রবর্তী কাউকে ঘুষ দিয়ে সরিয়ে নিজে স্থান করে নিলে সেক্ষেত্রে ঘুষ দেওয়ার পাশাপাশি অন্যের হক নষ্টেরও গুনাহ হবে।

Loading