প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার মামা লন্ডনে একটি supermarket এ কাজ করেন। এখানে হালাল জিনিসের পাশাপাশি মদ ও শুকরের মাংসও বিক্রি করা হয়। কাপড় থেকে শুরু করে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসই বিক্রি করা হয়। বিশাল এই supermarket এ প্রত্যেক টা প্রোডাক্টের ডিপার্টমেন্ট আলাদা। আমার মামা ব্রেড সেকশনে কাজ করেন। এই supermarket যে হারাম জিনিস বিক্রি হয়, তা সম্পৰ্কীয় কোন কাজ তিনি করেন না। এখন আমার মামার ইনকাম কি হালাল হবে? যেহেতু ওই সুপারমার্কেটে হালাল এবং হারাম জিনিস বিক্রি হয় এবং তা থেকে মামা বেতন পাচ্ছেন। দয়া করে দ্রুত জানালে উপকৃত হবো।

উত্তর :

হ্যাঁ, তার ইনকাম হালাল হবে।-আল বাহরুর রায়েক ৬/২০২; বাদায়েউস সানায়ে ৪/৪০৭

Loading