প্রশ্ন : মুসাফির ইমাম ভুলে চার রাকাত পড়ে ফেললে তার করণীয় কি? এবং মুকীম মুক্তাদীর করণীয় কি?

উত্তর :

মুসাফির ইমাম ভুলে চার রাকাআত পড়ে ফেললে যদি সে ১ম বৈঠক করে থাকে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। প্রথম দুই রাকাআত ফরজ ও পরের দুই রাকাআত নফল গন্য হবে। এক্ষেত্রে তার জন্য সিজদায়ে সাহু করা ওয়াজিব। যদি সিজদায় সাহু না করে থাকে তবে উক্ত নামায পূনরায় পড়া ওয়াজিব। আর যদি ১ম বৈঠকে না বসে থাকে তবে পূরো নামায নফল গন্য হবে। ফরজ নামায পূনরায় পড়তে হবে।
আর এমতাবস্থায় মুকীম মুক্তাদীর নামায সহীহ হবে না। বরং পুনরায় পড়তে হবে।- আদ্দুরুরল মুখতার ২/১২৩-১৩০,আলবাহরুর রায়েক ২/২২৯,তাবয়ীনুল হাকায়েক ১/৫১১,ফাতাওয়া দারুল উলূম ৪/৩১৫।

Loading