প্রশ্ন : আমি একজন মুসাফির। আমি এক মসজিদে গিয়ে যোহরের জমাআতের নামাযে শরীক হলাম, আমি ভেবেছি জামাআতটি স্থানীয় মানুষের জামাআত। আমি তাদের সাথে জামাআতে শরীক হলাম, তারা ২ রাকাআত নামায আদায় করে সালাম ফিরিয়ে নিলো, আমি নিজেকে মাসবূক মনে করে বাকি ২ রাকাআত নামায নিজে নিজে আদায় করলাম। নামাজ শেষ করার পর জানতে পারলাম তারাও মুসাফির। এমতাবস্থায় আমার নামায হবে কিনা? বা আমার করনীয় কি? জানালে খুবই উপকৃত হব।

উত্তর :

আপনি সিজদায়ে সাহূ না দিয়ে থাকলে পরবর্তীতে নামায দোহরিয়ে নিবেন।–আদ্দুররুল মুখতার ২/১২৮;তাবয়ীনুল হাকায়েক ১/৫১১; মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৪২৫।

Loading