প্রশ্ন : সরকারী চাকুরীতে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এর লাভ কি সূদের আওতাভুক্ত; এটির লাভ কি গ্রহণ করা যাবে? দয়া করে জানাবেন।

উত্তর :

সরকারী চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক কর্তনের কারনে যে লাভ দেওয়া হয় তা সূদ নয়। বরং এক প্রকার পুরষ্কার হওয়ায় তা নেওয়া বৈধ। তবে ঐচ্ছিক কর্তনের ক্ষেত্রে ঐচ্ছিক কর্তনের বিপরীতে যে লাভ দেওয়া হয় তা সূদ হওয়ার কারনে গ্রহন করা নাজায়েয ও হারাম। এক্ষেত্রে শুধুমাত্র মূল টাকা নেওয়া বৈধ।–ইমদাদুল ফাতাওয়া ২/৪৮

Loading